Question:অনু ও তুন দুই অংশীদার একটি অংশীদারী কারবারে ৩ঃ২ হারে লাভক্ষতি বণ্টন করে। ২০১০ সালের ১ জানুয়ারি তাদের প্রারম্ভিক মূলধন ছিল যথাক্রমে ৮০,০০০ ও ৫০,০০০ টাকা। চুক্তি অনুসারে অংশীদারদ্বয় প্রারম্ভিক মূলধনের উপর ১০% সুদ পাবে এবং অনু মাসিক ১০০০ টাকা বেতন পাবে। ২০১০ সনে কারবারটি ২,০০,০০০ টাকা মোট মুনাফা করে। পরিচালন খরচ হল ৭০,০০০ টাকা ও অন্যান্য খরচ ৫,০০০ টাকা। ২০১০ সনের বণ্টনকৃত মুনাফার পরিমাণ কত? 

A ১,২৫,০০০ টাকা 

B ১,১৩,০০০ টাকা 

C ১,৩০,০০০ টাকা 

D ১,০০,০০০ টাকা 

E ১,১২,০০০ টাকা 

+ Answer
+ Report
Total Preview: 413

Copyright © 2025. Powered by Intellect Software Ltd