Question:আজ ৭ই মার্চ। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধূর ঐতিহাসিক ভাষণদানের দিন। ১৯৭০ সালের সাধারণ নির্বচনে শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে সাথে নিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে স্বাধীনতা আন্দোলনের আহবান সংবলিত ঐতিহাসিক ভাষণ দেন। ৭ই মার্চের ভাষণ ছিল- i. স্বাধীনতা আন্দোলনের আহবান সংবলিত ii. অ্যাসেম্বলিতে না বসার আহবান সংবলিত iii. সংগ্রাম পরিষদ গড়ে তোলার আহবান সংবলিত 

A i 

B i ও ii 

C i ও iii 

D i, ii ও iii 

+ Answer
+ Report
Total Preview: 591

Copyright © 2025. Powered by Intellect Software Ltd