+ Explanationআয়নিকরণ শক্তির ক্ষয়ঃ Al3+>Na+>Ar>Cl-
ঋণাত্মক অয়ন থেকে খুব সহজে ইলেকট্রন অপসারণ করা যায়। অষ্টক পূর্ণ ধনাত্মক আয়নের ক্ষেত্রে ইলেকট্রন ইলেকট্রন অসারণ করা নিস্ক্রিয় গ্যাস থেকে অনেক কঠিন হয়। Na+ Al3+ আয়নে ইলেকট্রন সংখ্যা সমান (10টি)। কিন্তু প্র্রোটন সংখ্যা ভিন্ন। Al3+ আয়নে ইলেকট্রনের প্রতি প্রোটনের আকর্ষণ বেশি থাকায় এর আয়নিকরণ শক্তি বেশি।