Question:পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির কি পরিবর্তন ঘটে?
A বাড়ে
B কমে
C অপরিবর্তিত থাকে
D কখনো বাড়ে কখনো কমে
E কোনটিই নয়
/123
+ Answer
A
+ Explanationইলেক্রিন আসক্তি পর্যায় সারণীতে-
i. একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়।
ii. একই শ্রেণীতে উপর থেকে নীচের দিকে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়।
iii. নিস্ক্রিয় গ্যাসসমূহের ইলেকট্রন আসক্তির পরিমাণ প্রায় শুণ্য।