পরমাণুর তেজস্ক্রিয়তা সম্পর্কে বেকরেল অনেক গবেষণা করেন। মাদাম কুরী ও পিয়রে কুরীও তেজস্ক্রিয়তা সম্পর্কে গবেষণার জন্য নোবেল পুরষ্কার পান। আর ওটো হ্যান ও স্ট্রেসম্যান ‘পরমাণু ফিশনযোগ্য’ বলে মতবাদ দেন এবং প্রমাণ করেন।