Question:মেঝে হতে ডাস্টার উপরে উঠানো হলে কোন বলের বিরুদ্ধে কাজ করা হয়?
A তড়িৎ বল
B নিউক্লিও বল
C অভিকর্ষ বল
D মহাকর্ষ বল
/201
+ Answer
C
+ Explanationকোন বস্তুর ওজন তথা অভিকর্ষ বল পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। একটি ডাস্টারকে মেঝে থেকে উপরে উঠানো হলে সরণ অভিকর্ষ বলের দিকের বিপরীত দিকে সরণ ঘটে। বল প্রয়োগের ফলে যদি বলের বিপরীত দিকে সরণ ঘটে তখন বলের বিরুদ্ধে কাজ হয়।