Question:কোনটির উৎপন্ন শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়?
A নিউক্লীয় বিক্রিয়া
B রাসায়নিক বিক্রিয়া
C সংযোজন বিক্রিয়া
D সংশ্লেষণ বিক্রিয়া
/201
+ Answer
A
+ Explanationপারমাণবিক অর্থাৎ নিউক্লীয় সাবমেরিনে নিউক্লীয় শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। নিউক্লীয় বোমার ধ্বংস লীলা নিউক্লীয় শক্তির রূপান্তরে একটি জ্বলন্ত উদাহরণ। নিউক্লীয় চুল্লীতে নিউক্লীয় শক্তি অন্যান্য শক্তি বিশেষ করে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে আজকাল শক্তির চাহিদা অনেকাংশ্ েপূরণ করে থাকে।