+ Explanationপদার্থের আণবিক গতিতত্ত্বের ভিত্তিতে আমরা জানি যে, পদার্থের অণুগুলো সর্বদগা গতিশীল। তরল ও গ্যাসীয় পদার্থের অণুগুলোর এলোমেলোভাবে ছুটাছুটি করে। অণুগুলোর এই গতির জন্য গতিশক্তি সঞ্চয় হয়। আবার কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল আছে বলে বিভব শক্তি আছে। পদার্থের অণুগুলোর গতিশক্তি ও বিভনশক্তির সমষ্টিকে অভ্যন্তরীণ শক্তি বলে।