আমাদের মুক্তিযুদ্ধ



  1. Question:কিসের মাধ্যমে আমরা আমাদের এদেশটি পেয়েছি? 

    Answer
    মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এদেশটি পেয়েছি।






    1. Report
  2. Question:এমন পাঁচটি ঘটনার কথা লেথ যা মুক্তিযুদ্ধ সংঘটনে ভূমিকা রেথেছিল। 

    Answer
    আমাদের  গৌরবময় মুক্তিযুদ্ধ সংঘটনে ভূমিকা রেথেছে এমন পাঁচটি ঘটনা হলো -
    ১. ১৯৫২ সালের ভাষা আন্দোলন ।
    ২. ১৯৬৬ সালের ছয়দফা আন্দোলন ।
    ৩. ১৯৬৯ সালের গনঅভ্যুথান
    ৪. ১৯৭০ সালের সাধারন নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার পরও ক্ষমতা না দেওয়া ।
    ৫. ১৯৭১ সালের ২৫-এ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় গনহত্যা।






    1. Report
  3. Question:আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল ? 

    Answer
    আজ থেকে ৪৫ বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল ।






    1. Report
  4. Question:মুক্তিযুদ্ধের রাস্ট্রীয় উপাধিগুলো কী কী ? 

    Answer
    মুক্তিযুদ্ধে সাহসিকতা এবং ত্যাগের জন্য চারটি রাস্ট্রীয় উপাধি দেওয়া হয়েছে । উপাধিগুলো হলো -
    1. বীরশ্রেষ্ঠ  
    2. বীর উওম  
    3. বীর বিক্রম  
    4. বীর প্রতীক






    1. Report
  5. Question:মুক্তিযুদ্ধে ভারত আমাদের কীভাবে সাহায্য করেছিল ? 

    Answer
    মুক্তিযুদ্ধে এই দেশের সকল শ্রেনী -পেশার মানুষের পাশাপাশি প্রতিবেশি দেশ ভারতেরও অনেক অবদান ছিল । 
    ভারত নানাভাবে আমাদের সাহায্য করেছিল । মুক্তিযুদ্ধ শুরু হলে এদেশ থেকে অনেক শরনার্থী হিসেবে ভারত আশ্রয় নেয় । 
    ভারতীয়রা আশ্রয় নেওয়া বাঙ্গালিদের থাকা থাওয়ার পাশাপাশি  বস্ত্র ও চিকিৎসার ব্যাবস্থা করেছিল । 
    মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারত মিত্রবাহিনী গঠন করে ।
    অপারেশন জ্যাকপটে মিত্রবাহিনিী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে । লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে মিত্রবাহিনী ১৯৭১ সালের ২১- এ নবেম্বর মুক্তিবাহিনীর সাথে মিলে যৌথ বাহিনী গঠন করে । 
    ১৯৭১ সালের ৩রা ডিসেম্বরের পর থেকে যৌথ বাহিনী একযোগে স্থল , নৌ ও আকাশ পথে আক্রমন করে পশ্চিম পাকিস্তানি বাহিনীিকে আত্নসমর্পন করতে বাধ্য করে । ফলে খুব অল্প সময়ের মধ্যে আমরা স্বাধীনতা লাভ করি । মুক্তিযুদ্ধে ভারতের অবদান তাই চির স্বরনীয় ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd