আমাদের মুক্তিযুদ্ধ



  1. Question:মুজিব নগর সরকার কবে গঠিত হয় ? এ সরকার সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত হয় । মুজিবনগর সরকার সম্পর্কে চারটি বাক্য -
     ১. ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকর শপথ গ্রহন করে । 
     ২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন  এ সরকারের রাষ্ট্রপতি ।
     ৩. মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায় । 
     ৪. এ সরকারের নেতৃত্বে সকল শ্রেনীর বাঙ্গালিরা দেশকে শত্রু মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন ।






    1. Report
  2. Question:মুক্তিযুদ্ধে সাধারন মানুষ কীভাবে অংশ নিয়েছিলেন পাঁচটি বাক্য লেখ । 

    Answer
    মুক্তিযুদ্ধে সাধারন মানুষ যেভাবে অংশ নিয়েছিলেন সে সম্পর্কিত পাঁচটি বাক্য -
     ১. মুক্তিযোদ্ধাদের আশ্রয় ‍দিয়ে 
     ২. খাদ্য দিয়ে 
     ৩. শত্র্রু সম্পর্কিত তথ্য সংগ্রহ করে 
     ৪. লড়াই চালিয়ে যেতে উদ্বুব্ধ করে । 
     ৫. যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহন করে ।






    1. Report
  3. Question:শহিদ বুদ্ধিজীবী দিবস আমরা কত তারিখে পালন করি ? চারজন শহিদ বুুদ্ধিজীবীর নাম লিখ । 

    Answer
    শহিদ বুদ্ধিজীবী দিবস আমরা ১৬ ডিসেম্বর পালন করি ।
    চারজন শহিদ বুদ্ধিজীবী হলেন -
     ১. অধ্যাপক রাশীদুল হাসান 
     ২. অধ্যাপক সন্তোস চন্দ্র ভট্রাচার্য 
     ৩. সাংবাদিক সেলিনা পারভিন 
     ৪. অধ্যাপক মুনির চৌধুরী






    1. Report
  4. Question:মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী সংগঠনগুলোর নাম লেখ । এ সংগঠনগুলোর কার্যক্রম তিনটি বাক্য লেখ । 

    Answer
    মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী সংগঠনগুলো হলো - শান্তি কমিটি রাজাকার আলবদর আলসামস ।
    মুক্তিযুুদ্ধে সংগঠনগুলোর তিনটি কার্যক্রম -
     ১. মুক্তিযুদ্ধের সময় বিরোধি ভূমিকা পালন করেছিল ।
     ২. এরা মুক্তিযুদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধের সমর্থক সাধারন মানুষের নামের তালিকা তৈরী করে হানাদারদের দিয়েছিল ।
     ৩. তারা পাকিস্তানি বাহিনীকে পথ ঘাট চেনাতে ভাষা বুঝিয়ে দিতে এবং নির্যাতন ও তান্ডব চালাতে সাহায্য করেছিল ।






    1. Report
  5. Question:পাঁচটি বাক্য মুক্তিযুদ্ধের তাৎপর্য বর্ননা কর ? 

    Answer
    মুক্তিযুদ্ধে তাৎপর্য নিচে পাঁচটি বাক্য বর্ননা করা হলো -
     ১. মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদেরে এই দেশ পেয়েছি ।
     ২. মুক্তিযুদ্ধের ফলেই পৃথিবীর বুকে আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক । 
     ৩. আমরা পেয়েছি নিজস্ব একটি ভ-খন্ড, একটি স্বাধীন পতাকা । 
     ৪. পেয়েছি মত প্রকাশের স্বাধীনতা 
     ৫. মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত হতে পেরেছি ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd