নারী-পুরুষ সমতা



  1. Question:নারী নির্যাতনের মূল কারণ কী? 

    Answer
    নারী নির্যাতনের মূল কারণ হচ্ছে পুরুষের তুলনায় নারী বা মেয়েদের নিম্ন সামাজিক মর্যাদা।






    1. Report
  2. Question:মায়েরা নির্যাতনের শিকার হলে শিশুদের কী হয়? 

    Answer
    মায়েরা নির্যাতনের শিকার হলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধা পায়।






    1. Report
  3. Question:বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বক্তৃতায় শ্রেনী শিক্ষক একজন মহীয়সী নরাীর কথ বলেন । তিনি কোন নারীর কথা বলেন ? 

    Answer
    বেগম রোকেয়া ।






    1. Report
  4. Question:বেগম রোকেয়া ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করে । এটি কত সালে প্রতিষ্ঠিত হয় ? 

    Answer
    ১৯০৫ সালে ।






    1. Report
  5. Question:মিসেস রিমা নারী অধিকার ও শিক্ষার জন্য কাজ করেন । মিসেস রিমার সাথে কোন মহীয়সী নারীর সাদৃশ্য রয়েছে ? 

    Answer
    বেগম রোকেয়া ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd