Question:সরকারের কোন মন্ত্রনালয় নিপীড়নের শিকার নারী ও শিশুদের আইনি সহায়তা দিয়ে থাকে ?
Answer
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ।
Question:সরকারের কোন মন্ত্রনালয় নিপীড়নের শিকার নারী ও শিশুদের আইনি সহায়তা দিয়ে থাকে ?
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ।
Question:জাতিয় নারী উন্নয়ন নীতি কত সালে প্রবর্তন করা হয় ?
২০১২ সালে ।
Question:নারী নির্যাতন প্রতিরোধে কোন ধরনের উন্নয়ন জরুরি ?
সামাজিক মুল্যবোধের উন্নয়ন ।
Question:বাংলাদেশের একজন মহীয়সী নারী ১৮৮০ সালে জন্মগ্রহন করেন । মহীয়সী নারীটির নাম কী ?নারী শিক্ষার ক্ষেত্রে তার চাটি অবদান ।
মহীয়সী নারীটির নাম বেগম রোকেয়া । নারী শিক্ষার ক্ষেত্রে বেগম রোকেয়ার চারটি অবদান - ১. ১৯০৫ সালে বেগম রোকেয়া তার স্বামীর নামানুসারে ভাগলপুরে বালিকা বিদ্রালয় প্রতিষ্ঠা করে । ২.নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসমান্য অবদান রাখেন । ৩. তিনি নারী শিক্ষার ক্ষেত্রে সমাজে অসমান্য অবদান রাখেন । ৪. বেগম রোকেয়ার অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো দেখতে পায় ।
Question:প্রতিবছর ৮ ই মার্চ আমরা একটি দিবস পালন করে থাকি । এ দিবসটির নাম কী ? কত সালে জাতিসংঘ দিবসটির স্বীকৃতি দেয় ? দিবসটির তিনটি তপর্য্য লেখ ।
দিবসটির নাম আন্তর্জাতিক নারী দিবস । ১৯৭৭ সালে জাতিসংঘ দিবসটির স্বীকৃতি দেয় । দিবসটির তিনটি তাৎপর্য্য - ১. নারী পুরুষের সামাজিক ও অর্থনৈতিক ব্যাবধান কমাতে বিশ্বব্যাপি আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় । ২. এই দিনটিতে নারীর অধিকার নিশ্চিত করা সহ নানা বিষয়ে সচেতনতা বাড়ানের চেষ্টা করা হয় । ৩. এই দিবসে সমাজে নারী পুরুষের সমতা অর্জনে বিভিন্ন প্রদেক্ষেপ নেওয়ার প্রস্তাব ও করা হয় ।