বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন



  1. Question:আওরঙ্গজেবের পুত্র শাহাজাদা মোহাম্মদ আযম শাহ ঢাকায় একটি দুর্গ নির্মান করেন । দুর্গটির নাম কী ? 

    Answer
    লালবাগ কেল্লা






    1. Report
  2. Question:ঢাকার একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন হলো আহসান মঞ্জিল । এটি কোন নদীর তীরে অবস্থিত ? 

    Answer
    বুড়িগঙ্গা নদী






    1. Report
  3. Question:মোঘল আমলে জমিদার এনায়েতউল্লা বুড়িগঙ্গা নদীর তীরে একটি প্রাসাদ তৈরী করেন । প্রাসাদটির নাম কী 

    Answer
    আহসান মঞ্জিল






    1. Report
  4. Question:বাংলাদেশের একটি ঐতিহাসিক নিদর্শন ১৯৮৮ সালের টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয় । ভবনটির নাম কী ? 

    Answer
    আহসান মঞ্জিল






    1. Report
  5. Question:১৯৮৫ সালে বাংলাদেশ সরকার একটি ঐতিহাসিক প্রাসাদ তত্ববধানের দায়িত্ব নেয় । প্রাসাদটির নাম কী / 

    Answer
    আহসান মঞ্জিল






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd