বাংলাদেশের জনসংখ্যা



  1. Question:মানুষের জীবন যাত্রার মান কীভাবে বৃদ্ধি পাবে ? 

    Answer
    মানুষের কর্মদক্ষতা ।






    1. Report
  2. Question:স্বাস্থ্যক্ষেত্রে সরকারি সহায়তার ফলে কোনটি বৃদ্ধি পাবে ? 

    Answer
    মানুষের কর্মদক্ষতা ।






    1. Report
  3. Question:কীভাবে দেশের বানিজ্যিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে ? 

    Answer
    আমদানির তুলনায় রপ্তানির তুলনা বৃদ্ধি পেলে






    1. Report
  4. Question:প্রবল ঘুর্নিঝড়ে সোমাদের ঘরটি উড়ে গেছে । এখন তাঁদের মাথা গোজার কোন জায়গা নেই । সোমা কোন চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে । উক্ত চাহিদা সম্পর্কে চারটি বাক্য লখ । 

    Answer
    সোমারা বাসস্থান চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে । বাসস্থান চাহিদা সম্পর্কে চারটি বাক্য -
    ১. জাতি সংঘের তথ্যমতে, বাংলাদেশ প্রায় ১০ লক্ষ মানুষ গৃহহীন । 
    ২. সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন ।
    ৩. নিরাপওা আর কাজের খোজে গৃহহীন মানুষ শহরে চলে আসছে । 
    ৪. শহরে আসা ছিন্নমূল মানুষেরা মানবেতর অবস্থায় বসবাস করে ।






    1. Report
  5. Question:মজিদ মিঞার ছেলে মেয়ের সংখ্যা ছয়জন । অভাবের কারনে তারা স্কুলে যায়না । মজিদ মিঞার সন্তানরা কোন চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে । উক্ত চাহিদার উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    মজিদ মিঞর সন্তানরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ।
    শিক্ষার উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব সম্পর্কে চারটি বাক্য- 
    ১. সমাজের অগ্রগতিতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ন হলেও অধিক জনসংখ্যার প্রভাবে তা ক্ষতিগ্রস্ত হয় । 
    ২. আমাদের দেশের মোট জনসংখ্যার ৩৫ শতাংশ এখনে অক্ষর ঞ্জানহীন । 
    ৩. দারিদ্রোর কারনে অনেক বাবা মা সন্তানদের বিদ্রালয়ে পাঠাতে পারেন না ।
    ৪. অনেক সময পরিবারের কাজে সাহায্যের করার জন্য অনেক শিশু পড়ালেখা না করে ঝরে পড়ে ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd