মানবাধিকার



  1. Question:মেয়েরা ছেলেদের মত সমান শিক্ষার সুযোগ না পেলে কোন ধরনের অধিকার লঙ্ঘিত হয় ? 

    Answer
    মানবাধিকার ।






    1. Report
  2. Question:কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মত সমান পারিশ্রামিক না পেলে কোন ধরনের অধিকার লঙ্ঘিত হয় ? 

    Answer
    মানবাধিকার ।






    1. Report
  3. Question:বিদেশে পাচারের মাধ্যমে নারীদের কোন অধিকার লঙ্ঘিত হয় ? 

    Answer
    মানবাধিকার ।






    1. Report
  4. Question:মানুষের ভালোভাবে বেচে থাকার জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা । এই সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকে কী বলে ? আমাদের জীবনে এসব সুযোগ ‍সুবিধা পাওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকে মানবাধিকার বলে । 
    আমাদের জীবনে মানবাধিকারের প্রয়োজনীয়তা সম্পর্কে চারটি বাক্য -
    ১. মানুষের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে ।
    ২. লেখাপড়া শিখে যোগ্যতা ও মর্যাদার সাথে সমাজে বসবাসের সুযোগ করে দেয় । 
    ৩. মানুষে মানুষে সম্প্রীতি তৈরী করে । 
    ৪. মানুষের ভালো গুন গুলোকে বিকশিত করতে সাহায্য করে ।






    1. Report
  5. Question:তোমার বিদ্যালয় একটি অটিস্টিক শিশু রয়েছে । তাকে চেনার জন্য উক্ত শিশুটির তিনটি বৈশিষ্ট লেখ । তার সাথে তুমি কীরুপ ব্যবহার করবে তার দুইটি লেখ । 

    Answer
    আমার বিদ্যালয় অটিস্টিক শিশুকে চেনার তিনটি বৈশিষ্ট হলো - 
    ১. তীব্র আলো দেখলে উওেজিত হয় । 
    ২. প্রচন্ড শব্দ শুনে উওেজিত হয় । 
    ৩. একাকি চুপচাপ থাকতে পচন্দ করে । 
    আমার বিদ্যালয় অটিস্টিক শিশুর প্রতি আমি যেরুপ ব্যাবহার করব তা হলো -
    ১. তাকে কখনো বিরক্ত করব না । 
    ২. তার পছন্দ ও অপছন্দের ব্যাপারে খেয়াল রাখব ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd