Question:মানুষ কীভাবে উৎপাদনের মাধ্যমে অর্থ আয় করেন তা একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 

Answer মানুষ বিভিন্ন পন্য উৎপাদন করে অর্থ আয় করে। ধরা যাক, রহিম একজন কৃষক। তিনি তার জমিতে ধান উৎপাদন করেন। এই ধান তিনি বজারে বিক্রি করেন। ধান বিক্রি করে যে টাকা পান তাই হলো অর্থ। এভাবে রহিম বিভিন্ন ফসল উৎপাদন করে যে অর্থ উপার্জন করেন তাই তার আয় বলে বিবেচিত হয়। 

+ Report
Total Preview: 6006
manush kivabe utpadoner madhjome orotho ay karen ta akti udahoron diye buziye dao.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd