Question:ডাক্তার ও নার্স কীভাবে মানুষকে সাহায্য করেন? 

Answer ডাক্তার : আমাদের অনেক সময় অসুখ-বিসুখ হলে ডাক্তার চিকিৎসা দিয়ে সাহায্য করেন। এ ছাড়াও তিনি রোগ-ব্যাধি নির্ণয়ের জন্য পরীক্ষা করেন। নার্স : অসুস্থ হলে যখন মানুষ হাসপাতালে ভর্তি হয় তখন নার্স রোগীর সেবা করেন। তারা রোগীদের ওষুধ পথ্য খাওয়ান এবং সেবা যত্নের মাধ্যমে সুস্থ করে তোলেন। এছাড়া নার্স ডাক্তারের বিভিন্ন কাজে সাহায্য করেণ। 

+ Report
Total Preview: 8217
daktoar o narch kivabe manushke shahajojkaren?
Copyright © 2026. Powered by Intellect Software Ltd