1. Question:বাড়ির কাজ করতে কেন তুমি তোমার পরিবারকে সাহায্য কর? 

    Answer
    বাড়ির কা করতে আমি আমার পরিবারকে সাহায্য করব। কারণ সুখী পরিবার গড়ে তুলতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। পরিবারের সবাই সকলের কাজে পরস্পরকে সাহায্য করলে কাজের গতি বাড়ে ও খুব তাড়াতাড়ি শেষ হয়। এতে পরিবারে সকলের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে।






    1. Report
  2. Question:তুমি বাড়িতে কর এমন একটি কাজের নাম লেখ। 

    Answer
    আমি বাড়িতে করি এমন একটি কাজ হলো- নিজের পোশাক নিজেই গুছিয়ে রাখি।






    1. Report
  3. Question:বাড়ির বাইরে সাহায্য কর এমন একটি কাজের উদাহরণ দাও। 

    Answer
    বাড়ির বাইরে সাহায্য করি এমন একটি কাজের উদাহরণ হচ্ছে- বিদ্যালয়ের ব্লাকবোর্ড পরিষ্কার করে রাখি।






    1. Report
  4. Question:বিদ্যালয়ে কাজে কীভাবে তুমি সাহায্য করতে পার? 

    Answer
    বিদ্যালয়ের কাজে আমি বিভিন্নভাবে সাহায্য করতে পারি। আমি শ্রেণিকক্ষের চেয়ার, টেবিল সাজিয়ে রাখব। ব্ল্যাকবোর্ড পরিষ্কার রাখব। আর শ্রেণিকক্ষের বাইরে বিদ্যালয়ের মাঠ পরিষ্কার রাখতে সাহায্য করব।






    1. Report
  5. Question:আমাদের বাড়ি-ঘর কেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন? 

    Answer
    বিভিন্ন কারণে আমাদের বাড়ি-ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। যেমন-
    ১. যেখানে-সেখানে ময়লা আবর্জনা থাকলে পরিবেশ দূষিত হবে। এতে করে আমাদের নানা ধরনের অসুখ বিসুখ দেখঅ দেবে। তাই আমি বাড়ির উঠান ও ঘরের ভেতরের জায়গাগুলো পরিষ্কার রাখব।
    ২. পড়ার টেবিল ও বইয়ের ব্যাগ এলোমেলো রাখলে প্রয়োজনের সময় দরকারি জিনিস খুঁজে পাবো না। তাই আমি এগুলো গুছিয়ে রাখব।
    ৩. ছোট ভাই-বোনদের কাপড়, খেলনা ও অন্যান্য জিনিস অগোছালো থাকলে বাড়ির পরিবেশ নষ্ট হয়। তাই এগুলো যথঅস্থানে সাজিয়ে রা্খব।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd