Question:বাংলাদেশে শিল্প বিকাশের প্রভাব ব্যাখ্যা কর। 

Answer বাংলাদেশে জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি। সব মানুষকে একমাত্র কৃষি সচ্ছলতা দিতে সক্ষম নয়। এ অবস্থার ফলে কারখানায় কাজ করে শ্রমিক কর্মজীবীদের পরিবারের দারিদ্র্য ঘুচানো সম্ভব হচ্ছে। অনেক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে ভালো বেতনে চাকরি করছে। এভাবে কৃষির বাইরেও অসংখ্য মানুষের জীবিকা নির্বাহ করার সুযোগ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ একমাত্র গার্মেন্টস শিল্পের সঙ্গেই ৩০ লক্ষ্যের অধিক মানুষ জড়িত আছে। এদের বিপুল সংখ্যক নারী রয়েছে যারা নিজেদের দরিদ্রতা ঘোচাতে কিছুটা হলেও সক্ষম হয়েছে। তারা স্বাবলম্বী মানুষ হিসেবে গড়ে উঠেছে। 

+ Report
Total Preview: 554
bangladeshe shikalpo bikasher provabo baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd