1. Question:বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলে কোন কোন জনগোষ্ঠী বাস করে? 

    Answer
    বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলে গারো, হাজং, কোচ প্রভৃতি জনগোষ্ঠী বাস করে।






    1. Report
  2. Question:বৃহত্তর সিলেট অঞ্চলে কোন জনগোষ্ঠী বাস করে? 

    Answer
    বৃহত্তর সিলেট অঞ্চলে খাসিয়া ও মণিপুরি প্রভৃতি জনগোষ্ঠী বাস করে।






    1. Report
  3. Question:রাখাইন জনগোষ্ঠীর মানুষ কোথায় বাস করে? 

    Answer
    কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায় রাখাইন জনগোষ্ঠীর মানুষ বাস করে।






    1. Report
  4. Question:রোয়া ও রোয়াজা কী? 

    Answer
    মারমারা গ্রামকে তাদের ভাষায় ‘রোয়া’ এবং গ্রামের প্রধানকে ‘রোয়াজা’ বলে।






    1. Report
  5. Question:সাঁওতাল জনগোষ্ঠী কতটি ধর্মের অনুসারী এবং কী কী? 

    Answer
    সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত দুটি ধর্মের অনুসারি। যথা-একটি হলো সনাতন হিন্দু ধর্ম অপরটি খ্রিষ্টান ধর্ম।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd