1. Question:বাক্য গঠন করো। মজা - .......................। শীত - ........................। আরাম - .......................। খুশি - ........................। ওষুদ- .........................। 

    Answer
    মজা - শীতকালে গরম পিঠা খেতে খুব মজা।।
    শীত - আজ খুব শীত পড়েছে।
    আরাম - এখানে আরম করে বসো।
    খুশি - মা খুশি হয়ে চকোলেট দেবেন।
    ওষুদ- ওষুদ খেলে অসুখ সারে।






    1. Report
  2. Question:সঠিক স্থানে যতি/বিরাম চিহ্ন বসাও। শরিফা নাশতা নিয়ে এলো নানার জন্য খাবার পানি নিয়ে এলো হাত মোছার গামছা নিয়ে এলো নানা নাশতা খেতে বললেন গরম রুটির মজাই আলাদা 

    Answer
    শরিফা নাশতা নিয়ে এলো। নানার জন্য খাবার পানি নিয়ে এলো। হাত মোছার গামছা নিয়ে এলো। নানা নাশতা খেতে খেতে বললেন- গরম রুটির মজাই আলাদা।






    1. Report
  3. Question:শীতের সকাল সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। 

    Answer
    (১) শীতের সকালে অনেক ঠান্ডা পড়ে।
    (২) চারদিক ঘন কুয়াশায় ঢাকা থাকে।
    (৩) ঘাসের উপর ফোঁটা ফোঁটা শিশির জমে।
    (৪) এ সময় গরম কাপড় পরতে হয়।
    (৫) সকালে মিষ্টি রোদ পোহাতে খুব ভালো লাগে।






    1. Report
  4. Question:নিচের উদাহরণ দেখি। উদাহরণ এর মতো করে শব্দ তৈরি করি ও বাক্য পড়ি। জাগা - রাগা - ডাকা - হাসা - ভাসা - 

    Answer
    জাগা - জেগে ওঠা ----- আমি সকাল বেলা ঘুম থেকে জেগে উঠি।
    রাগা - রেগে ওঠা ----- সে হঠাৎ রেগে উঠল।
    ডাকা - ডেকে ওঠা ----- শেয়াল রাতে ডেকে ওঠে।
    হাসা - হেসে ওঠা ----- আমার কথা শুনে মা হেসে উঠল।
    ভাসা - ভেসে ওঠা ----- পুকুরে মাছগুলো ভেসে উঠল।






    1. Report
  5. Question:মুখে মুখে উত্তর বলি ও লিখি। কে সকাল বেলার পাখি হতে চায়? 

    Answer
    খোকা সকাল বেলার পাখি হতে চায়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd