Question:মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে মুক্তিবাহিনীতে যোগ দিলেন। 

Answer মহিউদ্দিন জাহাঙ্গীর চাকরি করতে পাকিস্তানি সামরিক বাহিনীতে। এদিকে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। তিনি তখন চকরি ছেড়ে মুক্তিবাহিনীতে যোগ দেবার কথা ভাবলেন। কয়েকদিনের ছুটি নিয়ে তিনি চলে এলেন ভারতে। ভারতে এসে তিনি সেখানকার মালদহ জেলার মেহদিপুরের মুক্তিবাহিনীতে যোগ দিলেন। এভাবেই মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিবাহিনীতে যোগ দিলেন। 

+ Report
Total Preview: 1204
mohiudodin jahangoীr kivabe muktibahinete jog dilen.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd