1. Question:কারা ব্রাক্ষণবাড়িয়ার দিকে এগিয়ে আসছিল? 

    Answer
    পাকিস্তানি হানাদার বাহিনী ব্রাক্ষ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসছিল।






    1. Report
  2. Question:মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নিয়েছিল? 

    Answer
    মুক্তিযোদ্ধারা দরুইন গ্রামে অবস্থান নিয়েছিল।






    1. Report
  3. Question:মুক্তিযোদ্ধাদের সামনে কোন দুটি পথ খোলা ছিল? 

    Answer
    মুক্তিযোদ্ধাদের সামনে দুটি পথ খোলা ছিল। হয় সামনাসামনি যুদ্ধ করে মৃত্যুবরণ করা, না হয় পূর্ব দিক দিয়ে পিছু হটে নিরাপদ আশ্রয়ে যাওয়া।






    1. Report
  4. Question:সঙ্গীদের জীবন বাচাতে মোস্তফা কামাল কী সিদ্ধান্ত নিলেন? 

    Answer
    সঙ্গীদের জীবন বাঁচাতে মোস্তফা কামাল সবাইকে সরে যেতে বললেন। তিনি সিদ্ধান্ত নিলেন শত্রুকে ঠেকিয়ে রাখতে একাই গুলি চালিয়ে যাবেন।






    1. Report
  5. Question:একাই একটি দুর্গ কাকে বোঝানো হয়েছে? 

    Answer
    ‘একাই একটি দুর্গ’ বলতে মোস্তফা কামালকে বোঝানো হয়েছে। সঙ্গীদের জীবন বাঁচাতে তিনি অনবরত গুলি চালিয়ে যাচ্ছেন। তাঁর গুলির তোড়ে শত্রুরা এগুতে পারল না। তিনি একাই যেন মুক্তিবাহিনীর একটি দুর্গে পরিণত হলেন।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd