1. Question:নিচের কবিতার লাইনগেুলো পর পর সাজিয়ে লেখ: 

    Answer
    উষার দুয়ারে হানি আঘাত 
    আমরা আনিব রাঙা প্রভাত
    আমরা টুটাব তিমির রাত
    বাধার বিন্ধ্যাচল।






    1. Report
  2. Question:ঊষার দুয়ারে কারা আঘাত হানবে? নিচের কবিতাংশটি পড়ে প্রশ্নটির উত্তর দাও : 

    Answer
    তরুণরা উষার দুযঅরে আঘাত হানবে।






    1. Report
  3. Question:তিমির রাত বলতে কী বোঝ? নিচের কবিতাংশটি পড়ে প্রশ্নটির উত্তর দাও : 

    Answer
    ‘তিমির’ শব্দের অর্থ- অন্ধকার। তিমির রাত বলতে অন্ধকার রাতকে বোঝায়।






    1. Report
  4. Question:রাঙা প্রভাত আনার কথা বলা হয়েছে কেন? নিচের কবিতাংশটি পড়ে প্রশ্নটির উত্তর দাও : [passage-30] 

    Answer
    রাঙা প্রভাত সকল অকল্যাণ দূর করে। এ কারণে উষার দুয়ারে আঘাত হেনে রাঙা প্রভাত আনার কথা বলা হয়েছে।






    1. Report
  5. Question:নিচের কবিতার চরণগুলো সাজিয়ে লেখো : 

    Answer
    উষার দুয়ারে হানি আঘাত
    আমরা টুটাব তিমির রাত
    বাধার বিন্ধ্যাচল।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd