Question:অর্থ অনুসারে শব্দ কত প্রকার ও কী কী?
Answer
অর্থ অনুসারে শব্দ তিন প্রকার। যথা: ১. যৌগিত শব্দ, ২. রূঢ়ি শব্দ, ৩. যোগরূঢ় শব্দ
Question:অর্থ অনুসারে শব্দ কত প্রকার ও কী কী?
অর্থ অনুসারে শব্দ তিন প্রকার। যথা: ১. যৌগিত শব্দ, ২. রূঢ়ি শব্দ, ৩. যোগরূঢ় শব্দ
Question:বাক্য কাকে বলে?
কতকগুলো শব্দ একত্র হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে? যেমন : আমি এই স্কুলে পড়ি।
Question:বাক্য কয় প্রকার ও কী কী? উদাহরণ দাও।
বাক্য তিন প্রকার। যথা : ক. সরল বাক্য, খ. জটিল বাক্য ও গ. যৌগিত বাক্য। উদাহরণ : সরল বাক্য- সীমা স্কুলে যাচ্ছে। জটিল বাক্য- আমি জানতাম, সে জিতবেই। যৌগিক বাক্য- অনি পড়ছে এবং মনি লিখছে।
Question:একটি বাক্যে কয়টি অংশ থাকে ও কী কী? বুঝিয়ে লেখো।
একটি বাক্যে দুটি অংশ থাকে। যথা : উদ্দেশ্য ও বিধেয়। বাক্যে যার সর্ম্পকে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয তাকে বিধেয় বলে। যেমন: ছেলেরা মাঠে খেলছে। এ বাক্যটিতে ছেলেরা উদ্দেশ্য এবং মাঠে খেলছে বিধেয়।
Question:বিরামচিহ্ন কাকে বলে ? উদাহরণ দাও।
বাক্যে কোথায় কতটুকু থামতে হবে তা বোঝানোর জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় তাদের বিরামচিহ্ন বলে। যেমন- আপামনি, আমাদের একটা অনুরোধ আছে। উপরের বাক্যটিতে কমা ও দাঁড়ি ব্যবহার করা হয়েছে। এগুলো বিরামচিহ্ন।