1. Question:পদ পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। 

    Answer
    কোনো পদকে অন্য পদে পরিবর্তন করাকে পদ পরিবর্তন বলে? 
    উদাহরণ: জয়-জয়ী। এখানে ‘জয়’ বিশেষ্য, ‘জয়ী’ বিশেষণ।






    1. Report
  2. Question:বিপরীতার্থক শব্দ কী? উদাহরণ দাও। 

    Answer
    কোনো শব্দ অর্থের দিকে অন্য কোনো শব্দের পুরোপুরি বিপরীত হলে তাকে বিপরীতার্থক শব্দ বলে।
    উদাহরণ : বড়-ছোট, আজ-কাল।






    1. Report
  3. Question:সমার্থক শব্দ কী? উদাহরণ দাও। 

    Answer
    যে সব শব্দকে একই অর্থে ব্যবহার করা যায় সেসব শব্দকে সমার্থক শব্দ বলে। সমার্থক শব্দকে প্রতিশব্দও বলা হয়।
    যেমন: আগুন শব্দের সমার্থক শব্দ অগ্নি পাবক ইত্যাদি।






    1. Report
  4. Question:এককথায় প্রকাশ কাকে বলে? 

    Answer
    একটির বেশি পদকে ছোট করে একপদে পরিণত করাকে ‘এক কথায় প্রকাশ’ বরে। এক কথায় প্রকাশ করার ফলে বাক্য সংক্ষিপ্ত হয় বলে একে বাক্য সংকোচনও বলা হয়।






    1. Report
  5. Question:বই কেনার জন্যে টাকা চেয়ে তোমার বাবার কাছে একটি চিঠি লেখো। 

    Answer
    আব্বাজান,
    আমার সালাম নিবেন। আশা করি ভালো আছেন। গত এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে। নতুন বই কেনার জন্যে পাঁচশ টাকা দরকার। তাই আপনি অনুগ্রহ করে তাড়াতাড়ি টাকা পাঠাবার ব্যবস্থা করবেন। আপনি আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন ও মাকে আমার সালাম জানাবেন।
    
    ইতি
    আপনার স্নেহের 
    নবনীতা
    
    প্রেরক                           প্রাপক,
    নবনীতা চৌধুরী                 মোঃ মাসুম চৌধুরী
    বেজপাড়া                        গ্রাম: উল্লাপাড়া, পোঃ উল্লাপাড়া
    যশোর                           জেলা : সিরাজগঞ্জ






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd