1. Question:মেহমানের সাথে ভালো ব্যবহার সম্পকেৃ মহানবি (স) কী বলেছেন? 

    Answer
    যারা আমাদের বাড়িতে বেড়াতে আসেন তাঁরা আমাদের মেহমান। মেহমানের ভালো ব্যবহার সম্পকেৃ মহানবি (স) বলেছেন, ‘যে ব্যীক্ত আল্লাহ ও আখিরাতে ইমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে।’
    আমাদের মহানবি (স) মেহমানের সাথে সুন্দর ব্যবহার করতেন। নিজেই তাদের সেবা করতেন। যত্ন করে খাওয়াতেন ও সম্মান দিতেন।






    1. Report
  2. Question:আমরা জীবের প্রতি কীভাবে দয়া দেখাব? 

    Answer
    মহান আল্লাহ মানুষকে সকল জীবের প্রতি দয়া মায়া করব। খাবার দেব, পানি দেব। আঘাত করব না। কষ্ট দেব না। তাদের দিকে ঢিল, পাথর, ইট ছুড়ব না। এদের কষ্ট দিলে আল্লাহ রাগ করেন। অসন্তুষ্ট হন। জীবে দয়া করলে আল্লাহ খুশি হন। মহানবি (স) বলেছেন, ‘পশুপাখি কাউকে কষ্ট দিতে নেই’।






    1. Report
  3. Question:সত্য কথা বলার একটি ঘটনা উল্লেখ কর। 

    Answer
    একদিন এক লোক আমাদের মহানবি (স)-এর কাছে এসে বলল: হে আল্লাহর নবি! আমি চুরি করি। মিথ্যা কথা বলি। আরও অনেক অন্যায় করি। এখন আমি এ অন্যায় কাজগুলো কীভাবে ছেড়ে দেব? মহানবি (স) বললেন, “প্রথমে মিথ্যা বলা ছেড়ে দাও।” লোকটি মিথ্যঅ কথা বলা ছেড়ে দিল। সবসময় সত্য কথা বলতে থাকল। এরপর আস্তে আস্তে সব অন্যায় ছেড়ে দিল। অন্যায় থেকে বাঁচল। পাপমুক্ত হলো।






    1. Report
  4. Question:আব্বা-আম্মা আমাদেরকে কী করেন? 

    Answer
    আব্বা-আম্মা আমাদেরকে আদর করেন।






    1. Report
  5. Question:সহপাঠী বিপদে পড়লে কী করবে? 

    Answer
    সহপাঠী বিপদে পড়লে তাকে সাহায্য করব।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd