1. Question:মানুষের সেবা কীভাবে করা যায় তার একটি তালিকা তৈরি কর। 

    Answer
    মানুষের সেবা কীভাবে করা যায় তার একটি তালিকা নিচে দেওয়া হল:
    ১. একে অপরকে সাহায্য করে।
    ২. গরিব হলে টাকা-পয়সা দিয়ে সাহায্য করে।
    ৩. অসুস্থ হলে সেবা করে।
    ৪. চিকিৎসা করে।
    ৫. পিপাসার্তকে পানি দিয়ে।
    ৬. ক্ষুধার্তকে খাদ্য দিয়ে।
    ৭. বন্দিকে মুক্ত দিয়ে।






    1. Report
  2. Question:সত্য বলার উপকারিতা লিখ। 

    Answer
    সত্য বলার উপকারিতা নিম্নে দেওয়া হলো:
    ১. যে সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসে।
    ২. আদর করে।
    ৩. সম্মান দেয়।
    ৪. বিশ্বাস করে।
    ৫. আল্লাহ ভালোবাসে।
    ৬. বিপদে সবাই এগিয়ে আসে।
    ৭. সবাই সাহায্য করে।
    ৮. জীবনে জয়লাভ করা যায়।






    1. Report
  3. Question:আব্বা-আম্মা বিষয়ক দোয়াটির অর্থ বাংলায় লিখ। 

    Answer
    আব্বা-আম্মা বিষয়ক দোয়াটির অর্থ বাংলায়  নিচে দেওয়া হলো:
    হে আল্লাহ! আমার আব্বা-আম্মা ছোটবেলায়ং আমাকে যেভাবে দয়া ও স্নেহের সাথে লালন-পালন করেছেন, আপনি তাঁদের প্রতি সেভাবেই দয়া করুন।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd