1. Question:ছোটবেলায় মহানবি (স) এর স্বভাব-চরিত্র কেমন ছিল? 

    Answer
    মহানবি (স) ছোটবেলা থেকেই খুব শান্তশিষ্ট ছিলেন। কোনোদিন কারে াসাথে মারামারি করতেন না। কাউকে গালি দিতেন না। দুঃখী মানুষের কষ্ট দূর করতেন। তিনি সবসময় সত্য কথা বলতেন। কথা দিয়ে কথা রাখতেন। সবাই তাঁকে বিশ্বাস করত। তাই তাঁকে আল-আমীন বলে ডাকত। আল-আমীন মানে পরম বিশ্বস্ত। তিনি সবার নিকট খুবই বিশ্বস্ত ছিলেন।






    1. Report
  2. Question:মহানবি (স) এর জন্মের সময় আরব দেশের লোকেরা কেমন ছিল? 

    Answer
    মহানবি (স)-এর জন্মের সময় আরব দেশের লোকেরা চিল খুবই খারাপ। তারা নিজেরা মারামারি  করত। চুরি-ডাকাতি করত। রাস্তায় চলাচলকারী লোকদের টাকা-পয়সা কেড়ে নিত। গরিব-দুঃখী, এতিম ও দুর্বল মানুষকে কষ্ট দিত। এক আল্লাহকে মানত না। আল্লাহর সাথে শরিক করত। এক আল্লাহকে মানত না। আল্লাহর সাথে শরিক করত। বহু দেব-দেবীর পূজা করত।






    1. Report
  3. Question:মহানবি (স) হাজরে আসওয়াদ কাবার দেয়ালে কীভাবে স্থাপন করেন? 

    Answer
    মহানবি (স) যখন একজন অল্প বয়সী তরুণ তখন কুরাইশরা পবিত্র কাবাঘর ভেঙে নতুন করে তৈরি করে। কিন্তু তারা কাবার দেয়ালে পবিত্র হাজরে আসওয়াদ বসানোর সময় সমস্যায় পড়ে। কুরাইশ গোত্র বিভিন্ন শাখায় বিভক্ত ছিল। প্রত্যেকটি শাখা গোত্রের দাবি ছিল তারাই হাজরে আসওয়াদটি দেয়ালে বসাবে। বিষয়টি মারামরি ও খুন খারাবিতে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দেয়। অবশেষে সকলে হযরত মুহাম্মদ (স)-এর ওপর এই বিরোধ মীমাংসার ভার দেয়। হযরত মুহাম্মদ (স) একটি চাদর বিছান। নিজ হাতে হাজরে আসওয়াদটি তার ওপর তোলেন। তারপর হযরত মুহাম্মদ (স)-এর নির্দেশে প্রত্যেক গোত্রের প্রতিনিধি চাদরটির চারদিক ধরে উঁচু করে কাবার দেয়ালের কাছে নিয়ে যায়। মহানবি (স) সেখান থেকে সেটি উঠিয়ে দেয়ালে রেখে দেন।






    1. Report
  4. Question:আবু জাহেলের নিক টথেকে উটের দাম আদায়ের কাহিনীটি লিখ। 

    Answer
    ইরাশ গোত্রের এক ব্যক্তি একটা উট নিয়ে মক্কায় আসে। আবু জাহেল তার কাছ থেকে উটটা কিনে নেয়। কিন্তু তার দাম নিয়ে টালবাহানা করতে থাকে। উট বিক্রেতা হযরত মহানবি (স)-এর কাছে গিয়ে হাজির হলো। তাঁকে বলল, আবু জাহেল আমার পাওনা টাকা দিতে টালবাহানা করছে। আমি মক্কার বাইরে থেকে আসা একজন মানুষ। আপনি তার কাছ থেকে আমার পাওনা আদায় করে দিন। মহানবি (স) উট বিক্রেতাকে নিয়ে আবু জাহেলের বাড়ি যান। তিনি আবু জাহেলকে উট বিক্রেতার পাওনা দিতে বলেন। সে বলল, আচ্ছা, একটু অপেক্ষা কর। তার পাওনা দিয়ে দিচ্ছি। এই বলে সে বাড়ির ভেতরে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে উট বিক্রেতাকে তার পাওনা দিয়ে দিল। উট বিক্রেতা কুরাইশদের সভায় গিয়ে বলল, ‘আল্লাহ হযরত মুহাম্মদ কে উত্তম পুরষ্কার দিন। তিনি আমার পাওনা আদায় করে দিয়েছেন।’






    1. Report
  5. Question:পাঁচজন নবি-রাসুলের নাম লিখ। 

    Answer
    পাঁচজন নবি-রাসুলের নাম হলো-
    ১. হযরত আদম (আ);
    ২. হযরত নূহ (আ);
    ৩. হযরত ইবরাহীম (আ);
    ৪. হযরত ইসমাইল (আ);
    ৫. হযরত মুহাম্মদ (স)।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd