Question:বন্ধনী ব্যাবহার করে নিচের প্রশ্নটি একটি গানিতিক বাক্য প্রকাশ করে এবং সমস্যাটি সমাধান কর । ১২ টি বিস্কুট এবং ৩০টি চকলেটের মুল্য একত্রে ১৯২ টাকা । একটি বিস্কুটের মূল্য ৬ টাকা হলে একটি চকলেটের মূল্য কত ?
Answer
সমাধান: { ১৯২ - ( ১২ `xx`৬)} `-:`৩০
           = { ১৯২ - ৭২} `-:`৩০ 
           = ১২০ `-:`৩০ = ৪ 
:. একটি চকলেটের মূল্য ৪টাকা
উত্তর: ৪ টাকা ।