Question:বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুমন্ডলের চাপ কমে কেন? 

Answer জলীয় বাষ্প বায়ু অপেক্ষা হলকা হওয়ায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুমন্ডলের চাপ কমে যায়। রান্নার সময় জলীয় বাষ্পকে উপরের দিকে উঠে যেতে দেখা যায়। এ থেকে বোঝা যায় বায়ু অপেক্ষা জলীয় বাষ্পের ঘনত্ব কম। এ কারণে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুর গড় ঘনত্ব হ্রাস পায়। তাই বাযুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে চাপ হ্রাস পায়। 

+ Report
Total Preview: 4022
bayoুte jaliy bashper pariman briddhi pele bayoুmondoler chap kame ken?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd