Question:ঘনত্ব কাকে বলে?
Answer
বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে।
Question:ঘনত্ব কাকে বলে?
বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে।
Question:প্যাসকেলের সূত্রটি লেখ।
প্যাসকেলের সূত্রটি হলো- আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সর্বত্র সুষমভাবে ছড়িয়ে পড়ে এবং এ চাপ পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে।
Question:ধারালো আলপিন দিয়ে কাগজ ছিদ্র করা সহজ কেন? ব্যাখ্যা কর।
ধারালো আলপিনের অগ্রভাগের ক্ষেত্রফল অত্যন্ত কম। তাই আলপিনের পেছনভাগে সামান্য বল প্রয়োগ করলেই P = F/A সূত্রানুসারে আলপিনের অগ্রভাগ কর্তৃক অধিক মানের চাপ প্রযুক্ত হয়। অতিরিক্ত মানের এই চাপের কারণেই ধারালো আলপিন দিয়ে কাগজ ছিদ্র করা সহজ।
Question:ভোঁতা আলপিনের পরিবর্তে তীক্ষ্ম ধারালো আলপিন দিয়ে কাগজ ছিদ্র করা সহজ কেন?
ভোঁতা আলপিনের পারিবর্তে তীক্ষ্ম ধারালো আলপিনের অগ্রভাগের ক্ষেত্রফল ক্ষুদ্রতর মানের। তাই চাপের P = F/A সূত্রানুসারে, একই পরিমাণ বলের জন্য ভোঁতা আলপিনের তুলনায় তীক্ষ্ম ধারালো আলপিন দিয়ে কাগজে বেশি চাপ প্রযোগ করা যায়। তাই ভোঁতা আলপিনের পরিবর্তে তীক্ষ্ম ধারালো আলপিন দিয়ে কাগজ ছিদ্র করা সহজ।
Question:আর্কিমিডিসের সূত্র বিবৃত কর।
আর্কিমিডিসের সূত্রটি হলো- কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান।