আলোর প্রতিসরণ



  1. Question:লেন্স কাকে বলে? 

    Answer
    দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।






    1. Report
  2. Question:স্পর্শ না করে কীভাবে একটি লেন্স সনাক্ত করা যায়? 

    Answer
    লেন্সের সামনে খুব কাছাকাছি কিন্তু পিছন দিকে একটি আঙুল রেখে যদি সোজা ও বিবর্ধিত বিম্ব পাওয়া যায় তাহলে সে লেন্সটি উত্তল আর যদি সোজা ও খর্বিত বিম্ব পাওয়া যায় তাহলে সে লেন্সটি অবতল।






    1. Report
  3. Question:ফোকাস তল কাকে বলে? 

    Answer
    গোলীয় দর্পণ বা লেন্সের প্রধান ফোকাসের মধ্য দিয়ে গমনকারী যে সমতল প্রধান অক্ষের উপর লম্বভাবে দন্ডায়মান তাকে ফোকাস তল বলে।






    1. Report
  4. Question:মরীচিকা কীভাবে সৃষ্টি হয়? 

    Answer
    আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে মরীচিকা সৃষ্টি হয়।
    গ্রীষ্মের দুপুরে ভূ-পৃষ্ঠ বা পীচ ঢালা রাস্তা সংলগ্ন বায়ুস্তর ঘনত্বের সাপেক্ষে উপরের বায়ুস্তর অপেক্ষা হালকা থাকে এবং নিচের বায়ুস্তর উপরের বায়ুস্তর অপেক্ষা আলোকীয় ঘনত্বের দিক দিয়েও হালকা থাকে। ফলে সূর্য থেকে আগত আলোকরশ্মি বিভিন্ন বায়ুস্তরের মধ্য দিয়ে ক্রমাগত প্রতিসরণের ফলে এক সময় ক্রান্তিকোণের চেয়ে বেশি কোণো আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। ফলে এই আলোকরশ্মি দর্শকের চোখে এমনভাবে পৌঁছে যেন মনে হয় রাস্তার উপরিতল থেকে আলোকরশ্মির প্রতিফলন ঘটছে। ফলে মনে হয় রাস্তার উপর একটি পানির স্তার আছে যেখান থেকে আলোর নিয়মিত প্রতিফলন ঘটছে। এজন্য রাস্তা ভেজা মনে হয়। এভাবে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে মরীচিকা সৃষ্টি হয়।






    1. Report
  5. Question:লেন্সের ক্ষমতা কাকে বলে? 

    Answer
    কোনো লেন্সের অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে তার ক্ষমতা বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd