Question:একটি বস্তু তরলে নিমজ্জিত হয় কেন- ব্যাখ্যা কর। 

Answer কোনো বস্তুকে তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি তার আয়তনের সামন তরল অপসারিত করে। এই অপসারিত তরলের ওজন বস্তুর উপর উর্ধ্বমুখী ক্রিয়া করে একে প্লবতা বলে। যদি বস্তুর ওজন প্লবতার চেয়ে বেশি হয় তবে ঐ তরলে বস্তুটি নিমজ্জিত হয়। 

+ Report
Total Preview: 1316
akti boshotu torole nimojogit hoy ken- baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd