Question:স্প্রিং নিক্তিতে মাপা সমান ওজনের লোহা ও তুলার মধ্যে কোনটির ভর বেশি? কেন? 

Answer সমান ওজনের লোহা স্প্রিং নিক্তিতে মাপা ও তুলার মধ্যে তুলার ভর বেশি। সমান ভরের লোহার তুলনায় তুলার আয়তন অনেক বেশি। এজন্য বায়ুতে নিমজ্জিত অবস্থায় তুলার উপর প্লবতা বলও বেশি। তাই সমান ভরের লোহার তুলনায় তুলার ওজন কম। সুতরাং ওজন সমান হতে হলে লোহা তুলার ভর বেশি হতে হবে। 

+ Report
Total Preview: 731
shopring niktite mapa shoman ojoner loha o tular modhe kontir bhr beshi? ken?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd