Question:টারসেলির শূন্যস্থান বলতে কী বোঝ? 

Answer পারদ ব্যারোমিটারে কাচনলে যে পারদস্তম্ভ দাড়িয়ে থাকে তার উপর নলের বদ্ধ প্রান্ত পর্যন্ত স্থান শূন্য থাকে। এই শূন্যস্থানকে টারসেলির শূন্যস্থান বলে। কিন্তু এটি প্রকৃতপক্ষে শূন্যস্থান নয়, এখানে সামান্য পারদ বাষ্প থাকে। পারদ ব্যারোমিটারে প্রাথমিক অবস্থায় পারদ স্তশ্বের উপরকার তলের উপর কোনোরূপ চাপ না থাকায় সামান্য পারদ বাষ্পীভূত হয়ে উক্ত স্থান দখল করে নেয়। 

+ Report
Total Preview: 687
taroshelir shunnoshothan bolte ki boঝ?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd