Question:হুকের সূত্র গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
Answer হুকের সূত্রটি হলো “স্থিতিস্থাপক সীমা মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক।” গাণিতিকভাবে, পীড়ন `prop` বিকৃতি পীড়ন = ধ্রুবিক x বিকৃতি বা, পীড়ন/বিকৃতি = ধ্রুবক। এই ধ্রুবককে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে এবং এর একক `Nm^(-2)` ।
+ Report
huker shoূtro ganitikvabe baakha karo.