Question:কোনো বস্তুর ওপর বাহ্যিকভাবে প্রযুক্ত বল এবং পীড়নের তুলনা কর। 

Answer কোনো বস্তুর উপর বাহ্যিকভাবে প্রযুক্ত বল এবং পীড়নের মান সমান, কিন্তু এদের মধ্যে পার্থক্য এই যে, পীড়ন উদ্ভূত হয় বস্তুর ভেতর থেকে বিকৃতির প্রতিরোধকারী বল হিসেবে। বস্তুর তলের যেকোনো স্থানে বল এবং পীড়নের দিক পরস্পর বিপরীতমুখী। 

+ Report
Total Preview: 956
kono boshotur opar bahojikvabe projukto bol abong piড়ner tulna karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd