Question:পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.11 বলতে কী বোঝ? 

Answer আলোক এক স্বচ্ছ মাধ্যম হতে অপর এক স্বচ্ছ মাধ্যমে প্রতিসরণের সময় আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 1.11 বলতে বোঝায়, পানি হতে কাচে আলোর প্রতিসরণের সময় আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত 1.11 হয়। 

+ Report
Total Preview: 6164
panir shapekkhe kaঁcher protishoranko 1.11 bolte ki boঝ?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd