Question:হ্রস্বদৃষ্টি সম্পন্ন চোখের দূরবিন্দু কীরূপ হতে পারে ব্যাখ্যা কর। 

Answer ত্রুটিবিহীন চোখের দূরবিন্দু অসীমে অবস্থিত হয়। অর্থাৎ এই চোখ অসীম দূরত্ব পর্যন্ত যেকোনো বস্তুকে স্পষ্ট দেখতে পায়। কিন্কতু হ্রস্ব দৃষ্টি সম্পন্ন চোখের দূরবিন্দু অসীমে হয় না, বরং একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে হয়। বেশির ভাগ ক্ষেত্রে এই দূরত্ব 5 মিটার বা 10 মিটারের মধ্যে হয়। 

+ Report
Total Preview: 1144
hrshobodrishti shomopanno chokher doূrobindu kirup hote pare baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd