Question:আমরা কিভাবে রঙিন বস্তুর আলোকীয় উপলব্ধি পাই? 

Answer আমাদের চোখের রেটিনা থেকে যে নার্ভগুলো মস্তিষ্কে গিয়েছে সেগুলোর নাম রড ও কোণ। এদের মধ্যে কোণগুলো বর্ণ সংবেদনশীল। নীলবর্ণ, লালবর্ণ এবং সবুজবর্ণ নামক তিন ধরনের সংবেদনশীল কোণ আছে। কোনো বর্ণ যতই মিশ্র বা জটিল হোক না কেন চোখ সকল বর্ণকে মাত্র এই তিনটি বর্ণে ধারণ করে। রেটিনার কোণগুলো এই ধারণকৃত তথ্য মস্তিষ্কের প্রেরণ করে। মস্তিষ্কে আবার বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সকল বর্ণকে আলাদা করে দেয়। এভাবেই আমরা রঙিন বস্তুর আলোকীয় উপলব্ধি পাই। 

+ Report
Total Preview: 880
amora kivabe roঙিn boshotur alokiy upalbodhi pai?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd