Question:বিবর্ধক কাচ কীভাবে তৈরি করা হয়?
Answer উত্তল লেন্সের ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে কোনো বস্তুকে রাখলে ঐ বস্তুর বিবর্ধিত অসদ প্রতিবিম্ব পাওয়া যায়। উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে বিবর্ধক কাচ তৈরি করা হয়। সাধারণত একটি হাতলযুক্ত গোলাকার ফ্রেমে একটি উত্তল লেন্সকে বসিয়ে বিবর্ধক কাচ তৈরি করা হয়।
+ Report
biborodhk kach kivabe toiri kara hoyo?