Question:হ্রস্বদৃষ্টি সম্পন্ন ব্যক্তির চোখের নিকটবিন্দু কমে যায় কেন? 

Answer স্বাভাবিক চোখের নিকট বিন্দু চোখ হতে 25 সে.মি. দূরত্বে অবস্থিত হয়। কিন্তু হ্রস্বদৃষ্টি সম্পন্ন চোখের অভিসারী ক্ষমতা স্বাভাবিক চোখের চেয়ে অনেক বেশি হয়। ফলে এরূপ চোখের ক্ষেত্রে 25 সে.মি. অপেক্ষা অনেক কম দূরত্বের বস্তু স্পষ্টভাবে দেখা সম্ভব হয় বলে এর নিকটবিন্দু স্বাভাবিক চোখের নিকটবিন্দু অপেক্ষা নিকটতর হয়। 

+ Report
Total Preview: 581
hrshobodrishti shomopanno baktir chokher niktbindu kame jay ken?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd