Question:তেজস্ক্রিয়তা কী ব্যাখ্যা কর। 

Answer যেসব মৌলের পারমাণবিক ভর ৮২ বা এর চেয়ে বেশি, তাদের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা ও গামা নামে তিন ধরনের তেজকস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয়তার ফলে ভারী মৌলসমূহ ভেঙ্গে অন্যান্য লঘুতর মৌলে রূপান্তরিত হয়। যেমন রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় ভাঙনের ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে সীসায় পরিণত হয়। 

+ Report
Total Preview: 534
tejoshokriyota ki baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd