1. Question:আমাদের চারপাশে বায়ু আছে এমন তিনটি উদাহরণ দাও। 

    Answer
    আমাদের চারপাশে বায়ু আছে এমন তিনটি উদাহরণ হলো-
    ১. বায়ু থাকার কারণে গাছের ডালপালা ও পাতা নড়ে।
    ২. জোরে হাঁটলে আমাদের গায়ে বাতাস লাগে।
    ৩. নৌকা পাল পাতাস ব্যবহার করে পানিতে চলাচল করা।






    1. Report
  2. Question:বায়ুর চারটি উপাদানের নাম লেখ।। 

    Answer
    বায়ুর চারটি উপাদানের নাম হলো-
    ১. নাইট্রোজেন, ২. অক্সিজেন, ৩. কার্বন ডাইঅক্সাইড এবং ৪. জলীয় বাষ্প।






    1. Report
  3. Question:বায়ু দূষণ প্রতিরোধ করার তিনটি উপায় লেখ। 

    Answer
    বায়ু দূষণ প্রতিরোধ করার তিনটি উপায় হলো-
    ১. পায়ে হাটা অথবা সাইকেলে চলাচল করা।
    ২. ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা।
    ৩. গাড়ির কালো ধোঁয়া রোধ করা।






    1. Report
  4. Question:বায়ু কী? 

    Answer
    পরিবেশের একটি উপাদান।






    1. Report
  5. Question:সাইকেল ও গাড়ির চাকায় কী ব্যবহার করা হয? 

    Answer
    সাইকেল ও গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd