Question:শক্তি কী? শক্তির রূপান্তরের উদাহরণ ৪টি বাক্যে লেখ। 

Answer কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। নিচের উদাহরণসহ শক্তির রূপান্তর আলোচনা করা হলো- ১. সূর্যের আলো শোষণ করে উদ্ভিদ খাদ্য তৈরি করে, ফলে সূর্যের আলো রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হলো। ২. কাঠ, কয়লা পোড়ানোর ফলে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ৩. সৌর প্যানেলে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। ৪. জেনারেটরে কয়লা বা তেলের রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। 

+ Report
Total Preview: 696
shakti ki? shaktir rupantorer udahoron ৪ti bakje lekh.
Copyright © 2026. Powered by Intellect Software Ltd