পদার্থ ও শক্তি



  1. Question:শক্তির ৫টি রূপের নাম লেখ। 

    Answer
    শক্তির ৫টি রূপের নাম হলো-
    ১. বিদ্যুৎশক্তি, ২. যান্ত্রিক শক্তি; ৩. আলোক শক্তি, ৪. শব্দ শক্তি ও ৫. তাপশক্তি।






    1. Report
  2. Question:তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কী কী? 

    Answer
    তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া হলো-
    ১. পরিবহন; ২. পরিচলন ও ৩. বিকিরণ।






    1. Report
  3. Question:কীভাবে আলো সঞ্চালিত হয়? 

    Answer
    আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। আলোর সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না।






    1. Report
  4. Question:পরমাণু কী? 

    Answer
    পদার্থ যেসব অতি সূক্ষ্ম কণা দ্বারা গঠিত হয় তাদেরকে পরমাণু বলা হয়।






    1. Report
  5. Question:গিটার কোন ধরণের শক্তি উৎপন্ন করে? 

    Answer
    গিটার শব্দশক্তি উৎপন্ন করে। গিটারের তারে হাত দিয়ে কম্পন সৃষ্টি করা হলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd