মহাবিশ্ব



  1. Question:পৃথিবীর দুই ধরণের গতি কী কী? 

    Answer
    পৃথিবীর দুই ধরণের গতি হলো- ১. আহ্নিক গতি ও ২. বার্ষিক গতি।






    1. Report
  2. Question:দিন ও রাত কী কারণে হয়? 

    Answer
    পৃথিবী তার অক্ষের উপর দিনে একবার ঘুর পাক খায়। একে পৃথিবীর আহ্নিক গতি বলে। এই আহ্নিক গতির কারণেই পৃথিবীতে দিন ও রাত হয়।






    1. Report
  3. Question:চাঁদের বিভিন্ন দশার কারণ কী? 

    Answer
    চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সব সময়ই আলোকিত থাকে। কিন্তু পৃথিবীর আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়।






    1. Report
  4. Question:গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কী? 

    Answer
    গ্রহ নক্ষত্রের চারদিকে ঘুরে। যেমন- পৃথিবী একটি গ্রহ যা নক্ষত্র সূর্যের চারিদিকে ঘুরে। আবার উপগৃহ গ্রহের চারদিকে ঘুরে। যেমন- চাঁদ একটি উপগ্রহ যা পৃথিবীর চারদিকে ঘুরে।






    1. Report
  5. Question:পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কী ঘটে? 

    Answer
    পৃথিবীর অর্ধেক উত্তরাংশে সূর্যর দিকে হেলে পড়লে সেদিন গ্রীষ্মকাল হয়। এর বিপরীত অর্থাৎ পৃথিবীর বাকি অর্ধেক দক্ষিণাংশতে তখন শীতকাল হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd