আমাদের জীবনে প্রযুক্তি



  1. Question:বিজ্ঞানীরা কীভাবে প্রকৃতি নিয়ে গবেষণা করেন? 

    Answer
    বিজ্ঞানীরা প্রকৃতি সম্পর্কিত বিভিন্ন জ্ঞানকে পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করেন। এ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বর্ণনা করে থাকে। এক্ষেত্রে বিজ্ঞানীরা যে ধাপগুলো ব্যবহার করে সেগুলো হলো- পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমাণ, পরীক্ষণ, বিনিময়।






    1. Report
  2. Question:অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ কোন কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করে? 

    Answer
    অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ যেসব কৃষি প্রযুক্তি ব্যবহার করে সেগুলো হলো-
    ক. যান্ত্রিক প্রযুক্তি (ট্রাক্টর, সেট পাম্প, ফসল মাড়াই যন্ত্র ইত্যাদি)
    খ. রাসায়নিক প্রযুক্তি (রাসায়নিক সার ও কীটনাশক)।
    গ. জৈব প্রযুক্তি (অধিক পুষ্টিসমৃদ্ধ, পোকা-মাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ)।






    1. Report
  3. Question:প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুইটি উদাহরণ দাও। 

    Answer
    প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুইটি উদাহরণ হলো-
    ১. বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বায়ু দূষিত হয়। এর ফলে এসিড বৃষ্টি, বৈশ্বিক উষ্ণায়ন প্রভৃতি ঘটে।
    ২. আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র তৈরি ও ব্যবহার। যেমন- বন্ধুক, বোমা, ট্যাংক ইত্যাদি।






    1. Report
  4. Question:মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কোন প্রযুক্তি ব্যবহার করেন? 

    Answer
    মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা মাইক্রোস্কোপ প্রযুক্তি ব্যবহার করেন।






    1. Report
  5. Question:জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কীভাবে কাজে লাগানো হয়েছে? 

    Answer
    জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে বাষ্পীয় ইঞ্জিন প্রস্তুত করা হয়েছে। আগে এই বাষ্পীয় ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহৃত হতো।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd