Question:বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা কীভাবে পরস্পর সম্পর্কযুক্ত ব্যাখ্যা কর। 

Answer বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির লক্ষ ভিন্ন হলেও এরা একে অন্যের ওপর নির্ভরশীল। বিজ্ঞানের কাজ হলো প্রকৃতির নিয়ম আবিষ্কার করা। আর এই নিয়ম প্রয়োগ করে যন্ত্র উদ্ভাবন করে বাস্তব সমস্যার সমাধান করা হলো প্রযুক্তি। যেমন- বিজ্ঞানীরা পৃথিবী ও আকাশের অন্যান্য বস্তুর মধ্যে বিদ্যমান বল এবং তাদের গতির নিয়ম আবিষ্কার করেছেন। আর এই নিয়মের ভিত্তিতে প্রযুক্তিবিদগণ আকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপন করেছেন। যার কল্যাণে রেডিও, টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীর সব খবর মূহূর্তের মধ্যে আমরা জানতে পারছি। 

+ Report
Total Preview: 1751
biggan o projuktir udodeshojvenno holeo tara kivabe paroshopar shomoparokjukto baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd